ঘরের ছেলে ঘরে ফিরল
ফের রিয়াল মাদ্রিদে ফিরলেন জিনেদিন জিদান! এ যেন ঘরের ছেলের ঘরে ফেরা। তার ক্যারিয়ারের বড় একটা অংশ জুড়ে সান্টিয়াগো বার্নাব্যু। একসময় এই ক্লাবেরই হয়ে খেলেছেন। এরপর কর্মকর্তা ছিলেন। তারপর কোচ হিসেবেও এসেছে সফলতা। জিজুর হাত ধরে সবগুলো বড় ট্রফিই জিতেছে রিয়াল। সেই কোচকেই কীনা হারিয়ে বিপাকে পড়ে যায় ক্লাবটি। ব্যর্থতা সঙ্গী হয়।
মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯, ৯:১৩